মহানবি সাঃ এর পিবিত্র মুখের লালা।

 

gnvbwe mvt Gi cweÎ gy‡Li jvjv|

 


মহানবী (সাঃ) কে আল্লাহ তায়ালা মানব জাতি সহ সারা বিশ্বের সকল কিছুর জন্য  রহমত হিসাবে প্রেরণ করেছিলেন।  শুধু উনার শিক্ষা এবং আদর্শ ই কেবল মানুষের জন্য শান্তি ও বরকতের উ ছিল না বস্তুত পক্ষে উনার সকল কিছূই ছিলো মানুষের জন্য উপকারী । আল্লাহপাক উনার মধ্যে অপকারী কোন কিছুই রাখেন নি ।  

এমনি এক আশ্চর্য মুজিজা হলো  মহানবী (সাঃ) এর পবিত্র মূখের লালা । সাধারণতঃ দেখা যায় একজন মানুষের মুখের লালা আরেকজন মানুষের জন্য কোন উপকার বয়ে আনেনা । আর যদি মানুষটি অসুস্থ বা অপরিস্কার হয় তাহলে তো তা অবশ্যই ক্ষতিকর ।

মহানবী (সাঃ) এর লালা ছিলো ব্যতিক্রম বরং উনার মুখের লালা ছিল অসুস্থ ব্যক্তির জন্য শিফা বা রোগ মুক্তির উছিলা।

হাদিস শরীফে বর্ণিত আছে - হযরত সাহাল ইব‌নে সাদ(রাঃ) হই‌তে বর্নীত আছে যে , খায়বর যু‌দ্ধের সময় নবী করীম (ছঃ) ব‌লেন , আগামীকাল এই পতাকা আমি এমন একজ‌নের হা‌তে দিব যাহার হা‌তে খয়বর‌কে আল্লাহ বিজয় দান ক‌রবেন যেই লোক আল্লাহ ও তাঁহার রাসূল‌কে ভালবা‌সে , আল্লাহ ও তাঁহার রাসূল সেই লোক‌কে ভালবা‌সে হযরত সাহাল (রাঃ) ব‌লেন , সকা‌লে কার হা‌তে পতাকা দেওয়া হবে এই চিন্তায় লো‌কেরা সারারাত কাটায়া দি‌লো সকা‌লে সবাই নবী‌জির নিকট সম‌বেত হই‌লে সবাই কামনা ক‌রছি‌লো যে পতাকা তাকে প্রদান করা হউক

নবী করীম(ছঃ) জিজ্ঞাসা ক‌রি‌লেন আলী ইব‌নে আবু তা‌লেব কোথায় ? লো‌কেরা ব‌ল্ল তার চোখ যন্ত্রনাক‌রছে নবী‌জি একজন লোক দিয়ে হযরত আলি (রাঃ)‌কে ডেকে পাঠালেন।এবং প‌বিত্র মু‌খের খা‌নিকটা লালা হযরত আলী (রাঃ) এর চো‌খে লাগিয়ে দি‌লেন ও দোয়া ক‌রলেন সা‌থে সা‌থে এমনভা‌বে চোখ ভাল হয়ে গেল যেন চো‌খে কোন যন্ত্রনাই ছিল না । নবী করীম(সাঃ) হযরত আলী (রাঃ) - এর হা‌তে পতাকা অর্পন করলেন  

পতাকা নিয়ে হযরত আলী (রাঃ) জিজ্ঞাসা ক‌রলেন , হে আল্লাহর রাসূল ¡ আমি‌ কি শত্রু‌দের স‌হিত এমনভা‌বে লড়াই ক‌রব যে , তারা  আমা‌দের মত হয়ে যায় ?নবী‌জি সাঃ ব‌ল্লেন শান্তভা‌বে অগ্রসর হও । তাদের ময়দা‌নে যাওয়ার পর প্রথ‌মে তাদের‌কে ইসলাম গ্রহ‌নের দাওয়াত দি‌বে ইসলাম গ্রহ‌নের পর আল্লাহর কি কি হুকুম তাহা‌দের উপর ওয়া‌জিব হবে সেই সম্প‌র্কে তাদিগ‌কে অব‌হিত ক‌রবে

আল্লাহর কছম তোমার উছিলায় আল্লাহ য‌দি একজন মানুষ‌কে হেদা‌য়েত নসীব ক‌রেন ত‌বে তা তোমার জন্য লাল উটসমূহ অর্জ‌নের চে‌য়ে অ‌ধিক কল্যা‌ণকর বি‌বে‌চিত হ‌ইবে


 

Comments

Popular posts from this blog

Welcome to #darut_taqwa_model_madrasah

ইংলিশ মিডিয়াম মাদরাসা ।