মহানবি সাঃ এর পিবিত্র মুখের লালা।

gnvbwe mvt Gi cweÎ gy‡Li jvjv| মহানবী (সাঃ) কে আল্লাহ তায়ালা মানব জাতি সহ সারা বিশ্বের সকল কিছুর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছিলেন। শুধু উনার শিক্ষা এবং আদর্শ ই কেবল মানুষের জন্য শান্তি ও বরকতের উ ৎ স ছিল ো না বস্তুত পক্ষে উনার সকল কিছূই ছিলো মানুষের জন্য উপকারী । আল্লাহপাক উনার মধ্যে অপকারী কোন কিছুই রাখেন নি । এমনি এক আশ্চর্য মুজিজা হলো মহানবী (সাঃ) এর পবিত্র মূখের লালা । সাধারণতঃ দেখা যায় একজন মানুষের মুখের লালা আরেকজন মানুষের জন্য কোন উপকার বয়ে আনেনা । আর যদি মানুষটি অসুস্থ বা অপরিস্কার হয় তাহলে তো তা অবশ্যই ক্ষতিকর । মহানবী (সাঃ) এর লালা ছিলো ব্যতিক্রম বরং উনার মুখের লালা ছিল অসুস্থ ব্যক্তির জন্য শিফা বা রোগ মুক্তির উছিলা। হাদিস শরীফে বর্ণিত আছে - হযরত সাহাল ইবনে সাদ(রাঃ) হইতে বর্নীত আছে যে , খায়বর যুদ্ধের সময় নবী করীম (ছঃ) বলেন , আগামীকাল এই পতাকা আমি এমন একজনের হাতে দিব যাহার হাতে খয়বরকে আল্লাহ বিজয় দান করবেন । যেই লোক আল্লাহ ও তাঁহার রাসূলকে ভালবাসে , আল্লাহ ও তাঁহার রাসূল ও সেই লে...